Thursday, April 25, 2024

শিল্পী সংগ্রামী বিপ্লবী সত্যেন সেনের ৪৩তম প্রয়াণ দিবস পালন

সংবাদ বিজ্ঞপ্তি:

শিল্পী-সংগ্রামী-সাহিত্যিক-সাংবাদিক-কৃষক নেতা সত্যেন সেনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী,কক্সবাজার।

শুক্রবার বিকেলে সত্যেন সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম।

সভায় বক্তারা বলেন, ১৯০৭ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করা সত্যেন সেন আজীবন সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। ছাত্রজীবন থেকেই নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও, কৃষক আন্দোলনেরও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সত্যেন সেন।

এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও আবৃত্তি প্রশিক্ষক সায়ন্তন ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ স্বরুপ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাঁধন সরকার, কার্যকরী সদস্য প্রিয়া ধর, নৃত্য বিভাগের প্রশিক্ষক হারুনুর রশিদ লিটন, শাহেদ হোছাইন মুবিনসহ আবৃত্তি ও নৃত্য বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকরা।

আরও খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

You cannot copy content of this page