নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের বিভিন্ন জায়গায় বেড়ে গেছে ছিনতাইকারীদের উৎপাত। মানুষ যেন তাদের কাছেই বন্দী। কখন না কখন হঠাৎ কেড়ে নিয়ে চলে যায় নিজের প্রিয় জিনিসগুলো।
বিষয়গুলো বিবেচনায় নিয়ে কক্সবাজার শহরের বাজারঘাটায় অভিযান পরিচালনা করেছে র্যাব-১৫। সেই অভিযানে ছয় জন ছিনতাইকারীকে আটক করা হয়।
শনিবার গভীর রাতে বাজারঘাটা এলাকায় কতিপয় অপরাধী চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালনা করে দেহ তল্লাশী করে ০৩ টি ছুরি ও ০১ টি চাকুসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প-১, ব্লক-এ৯ ব্লকের নুর ইসলামের পুত্র দীন মোহাম্মদ (১৮), শহরের সমিতি পাড়ার জাহাঙ্গীর আলমের পুত্র গিয়াস উদ্দিন (২১), নুনিয়ারছড়ার মৃত মনির আহম্মেদের পুত্র মনজুর আলম (২৮), সমিতি পাড়ার মৃত জাকির হোসেনের পুত্র রমজান আলী (৩০) টেকপাড়ার মাঝিরঘাট এলাকার মৃত শাহজাহানের পুত্র মোঃ সোহেল (৩২) এবং লাইট হাউস এলাকার আবু তালেবের পুত্র সাইফুল বাপ্পি (২৬)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।