মোহাম্মদ নোমান, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে ৭,৫৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫
শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে টেকনাফ বাজারস্থ জনৈক আবু সিদ্দিক মার্কেটের বিসমিল্লাহ ফার্মেসীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নতুন পল্লান পাড়ায় অবস্থানরত উত্তর বরইতলী ৯নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নুরুল আলমের পুত্র ফরিদ উল্লাহ ওরফে ফরিদ আলম (৩৪) দেহ তল্লাশী করে ৭,৫৫০ (সাত হাজার পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৫
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।