বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন বেলজিয়ামের রাণী

 

বিশেষ প্রতিবেদক:

বেলজিয়ামের রানি মাটিল্ডা তিন দিনের সফরের ২য় দিনে আজ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন।

সকাল ১০ টা নাগাদ রাণী কক্সবাজার বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প অভিমূখে যাত্রা করেন।

সকাল ১১ টার দিকে ক্যাম্পে পৌছান তিনি। প্রথমে তিন নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। এরপর রোহিঙ্গা নারীদের সাথে কথা বলবেন তিনি। এছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন রাণী।

বেলজিয়ামের রাণীর সাথে রয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা বেলজিয়ামের কোনো রাণির এই সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে মানবিক সহায়তা। তারই অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন তিনি। যেখানে অবস্থান করছে দশ লাখেরও বেশি রোহিঙ্গা।

সফর সূচী অনুযায়ী রাণি মাতিল্ডে ৪ নং এক্সেটেনশন ক্যাম্প ও ৫ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। ক্যাম্পের রোহিঙ্গাদের সাথে দেখা করবেন তিনি এবং জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এ সময় গণস্বাস্থ্য হাসপাতাল, বায়োগ্যাস প্লান্টেশন, ইকো পার্ক, কমিউনিটি সেন্টার, হলিচাইল্ড লার্নিং সেন্টার, উইমেন মার্কেট পরিদর্শন করবেন বলে জানা গেছে। এছাড়াও মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাস্তুচ্যুত রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলবেন রাণি মাতিল্ডে। এছাড়াও মানসিক স্বাস্থ্য বিষয়েও রাণি কথা বলবেন রোহিঙ্গাদের সাথে।

এদিকে তার এই সফরকে ঘিরে পুরো ক্যাম্প এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, এবিপিএন সদস্যরা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জাতিসংঘ মহাসচিবের দ্যুত হিসেবে তিনি বাংলাদেশ সফরে এসেছেন। বিকেল ৪ টার কিছু সময় পর তিনি রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করবেন এবং সন্ধ্যা ৬ টায় কক্সবাজার বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সর্বশেষ খবর

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...