মোঃ শাহীন, টেকনাফ:
টেকনাফ উপজেলায় বিভিন্ন এলাকায় কাজে জড়িয়ে পড়ায় অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
৫ এপ্রিয় মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত টেকনাফ উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদে জানতে পারি রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন সময় রোহিঙ্গারা টেকনাফের বিভিন্ন জায়গায় কাজ এবং অপরাধমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়ছে। এমন সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের কয়েকটি টিম টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মধ্যে বিভিন্ন হোটেল-মোটেল বন্দর এলাকাসহ অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা হয়। আটককৃতরা হোটেলের চাকরি, ইজিবাইকের চালক, শ্রমজীবী হিসেবে কাজ করছে।
তিনি বলেন, আটককৃতদের রোহিঙ্গাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করে কুতুপালং শরনার্থী ক্যাম্পে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
এদিকে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, সোমবার থানা পুলিশের একটি টিম টেকনাফ উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। আমরা জানতে পেরেছি রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন পেশায় জড়িয়ে পড়েছে। পরবর্তীতে তাদেরকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের মাধ্যমে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।