নিজস্বপ্রতিনিধি, টেকনাফ:
টেকনাফ লেদা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চারটি দেশীয় অস্ত্রসহ একজন রোহিঙ্গা মাঝিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ ।
গ্রেফতারকৃত রোহিঙ্গা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া লেদা মোচনী এইচ ব্লকের ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে জাফর আলম (৩৬)।
কক্সবাজার র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন বলেন, শনিবার সকালে গোপন সংবাদে জানতে পারে, টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের দক্ষিণ লেদা মোচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে। এমন সংবাদে র্যাবের একটি আভিযানিক দল বর্ণীত স্থানে পৌঁছায় জাফর নামে একজন রোহিঙ্গাকে অস্থায়ী বিজিবি ক্যাম্পের সামনে থেকে গ্রেফতার করে।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার সাথে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভেতর হতে ১টি থ্রি-কোয়াটার দেশীয় বন্দুক, ৩টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে জাফর আলম জানায় টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।
তিনি আরোও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।