বিশেষ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্র- ইয়াবাসহ মোহাম্মদ ইলিয়াস নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
আটক মোহাম্মদ ইলিয়াস প্রকাশ মুরশিদ উখিয়ার ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্প ডি-৮ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের পুত্র।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে কুতুপালং থেকে বালুর মাঠ পুলিশ ক্যাম্পের এপিবিএন সদস্যরা তাকে আটক করে। এসময় উদ্ধার করা হয় ১টি দেশীয় অস্ত্র, ১টি রাউন্ড গুলি ও ১০০০ ইয়াবা।
১৪ এপিবিএন এর অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ (অতিঃ ডিআইজি) বিষয়টি রাতে টিটিএনকে নিশ্চিত করেছেন।
আটকের পর ইলিয়াস কে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এদিকে, সাধারণ রোহিঙ্গাদের দাবী পুলিশের হাতে গ্রেফতার ইলিয়াস কথিত উগ্রপন্থী সংগঠন আরকান সালভেশন রোহিঙ্গা আর্মি-আরসার সক্রিয় সদস্য ও রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং এলাকার জিম্মাদার।
নাম প্রকাশে অনিচ্ছুক কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে (১-ওয়েস্ট) বাস করা এক রোহিঙ্গা অধিকার কর্মী বলেন, ” ইলিয়াস মুরশিদ নামেও পরিচিত, সে সরাসরি আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির নির্দেশে ক্যাম্পে বিভিন্ন অপরাধে নেতৃত্ব দেয় আরসার জিম্মাদার হিসেবে।”
গত বছরের ২৯ সেপ্টেম্বর উখিয়ার লম্বাশিয়ায় নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথেও ইলিয়াসের সম্পৃক্ততা থাকতে পারে বলে দাবি করেন তিনি।