টিটিএন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে অবৈধভাবে মজুতের জন্য আনা সয়াবিন তেল, চিনি জব্দ ও একজনকে আটক করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
জাদিমুড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশের মুখে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আটক নুরুল কবির টেকনাফ উপজেলার পশ্চিম লেদা মৌলভী পাড়ার বাসিন্দা।
১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে মজুত করার জন্য লেগুনায় করে আনা হচ্ছিল সয়াবিন তেল ও চিনি। তল্লাশি চৌকিতে লেগুনাটিকে আটকানো হয়। সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়।
তিনি আরও জানান, যাচাই-বাচাই শেষে আটক ও জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।