নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর একটি মাদ্রাসায় আলোচিত সিক্স মার্ডারের ঘটনায় মো. হাছন (২৮) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন-১৪। হাছন আলোচিত সিক্স মার্ডারের এজাহারভুক্ত আসামী।
শুক্রবার ১৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।
এপিবিএন-১৪ এর অধিনায়ক নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ২০২১ সালের ২৪ অক্টোবর ভোরে রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক এইচ /৫২তে জামেয়া দারুল উলম নদুয়াতুল ওলামা মাদ্রাসার ভিতর আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে রোহিঙ্গা দুস্কৃতিকারী মজিবর রহমান এর নেতৃত্বে ২০০/২৫০ জন এই হত্যাকাণ্ডে অংশ গ্রহণ করে। এতে মাদ্রাসার ৬ জন নিহত হয়।
পরে নিহতদের পক্ষ থেকে নজরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা দায়ের করে। মামলা নাম্বার-৭২।
এপিবিএন জানিয়েছে, এই মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ৩ জন আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।