বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’র সম্মাননা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

পর্যটন শহর কক্সবাজারে অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন কক্সবাজার র‌্যাব—১৫ এর অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল ইসলাম সরকার। সবাই একযোগে কাজ করলেই অপরাধ সংঘটিত হবার আগে কিছু করা সম্ভব বলে মনে করেন তিনি।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় কলাতলীর তারকা মানের বীচওয়ে হোটেলের হলরুমে কক্সবাজারের তরুণ পেশাদার সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের ইফতার মাহফিল ও আরইউসি’র সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

র‌্যাব—১৫ অধিনায়ক আরও বলেন, যেকোন অপারেশনে ঝুঁকি নিয়ে কাজ করে থাকে র‌্যাব ১৫। অপরাধ দমনের র‌্যাবের সাথে ঝুঁকি নিয়ে মাঠে কাজ করেন সংবাদকর্মীরা। অভিযানে পেশাদার সাংবাদিকরা সবসময় থাকেন। কিন্তু আজ ভিন্ন আঙ্গিকে তাদের সাথে দেখা হলো। নিন্দুকরাও থেকে যাবে তবে বন্ধুত্ব থেকে যাবে। তাই পর্যটন শহরে অপরাধ দমনে সবাইকে ঝাপিয়ে পড়ার আহবান জানান তিনি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ। তিনি বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে সরকার। সাংবাদিকদের সাথে কক্সবাজার জেলা প্রশাসনের সৌহাদ্যর্পূর্ণ সম্পর্ক বিদ্যামান। তাই সবসময় সাংবাদিকদের পাশে আছে জেলা প্রশাসন।

রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের উপদেষ্টা ইমরুল কায়েস চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি আহসান সুমন, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল, টিটিএনের প্রধান প্রতিবেদক আজিম নিহাদ সংগঠনের সকল সদস্য ও উপজেলার শাখার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ।

পরে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের পক্ষ থেকে বস্তুনিষ্ট ও অনুসন্ধানী রিপোর্টের জন্য জেলার ৫ জন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
তারা হলেন, নিউজবাংলার কক্সবাজার প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব (অনুসন্ধানী সাংবাদিকতা), দৈনিক আজকের পত্রিকার পেকুয়ার প্রতিনিধি ইমরান হোসাইন (অনুসন্ধানী সাংবাদিকতা), দৈনিক খোলা কাগজের ঈদগাঁও প্রতিনিধি শাহিদ মোস্তফা (উন্নয়ন সাংবাদিকতা), টিটিএন’র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোরশেদ (এক্সিলেন্ট প্রেজেন্টটেশন ইন মাল্টিমিডিয়া জার্নালিজম) ও দৈনিক কক্সবাজার বার্তার মহেশখালীস্থ স্টাফ রিপোর্টার এস,এম রুবেল (পরিবেশ বিষয়ক সাংবাদিকতা)।

সর্বশেষ খবর

বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

  সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার (২১ মার্চ) বিকালে বিমানের প্রধান...

বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে যাচ্ছে

টিটিএন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জনের অগ্রযাত্রায় বাংলাদেশ পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কৃষিকাজ, শিল্পখাত বিবেচনায় রেখে ক্রমবর্ধমান জনসংখ্যার পানি চাহিদা পূরণ করে...

জাতিসংঘে আজ থেকে তিন দিনব্যাপী পানি সম্মেলন

টিটিএন ডেস্ক: আজ বুধবার (২২ মার্চ), যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন হচ্ছে ‘২০২৩ ওয়াটার কনফারেন্স’। স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের প্রধান কার্যালয়ে উদ্বোধন...

জালালাবাদে স্বামীর দোষে স্ত্রী- দুগ্ধপোষ্য শিশু আটকঃ নাটকীয় কায়দায় মামলা

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে দুই প্রতিবেশীর মধ্যে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে না পেয়ে তার স্ত্রী,...