নিজস্ব প্রতিবেদক :
রামু সেনানিবাসে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। সোমবার বিকেলে রামু ১০পতাদিক ডিভিশনে শান্তির পায়রা, বেলুন উড়িয়ে ও কেক কেটে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ১০পতাদিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ ফখরুল আহসান বলেন, সশস্ত্র বাহিনী জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মাণ, আর্তমানবতার সেবা, পাবর্ত চট্টগ্রামে সন্ত্রাস দমন, জঙ্গী দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমুলক কর্মকান্ডের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
এসময় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার মাহফুজুল ইসলামসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ২০৪জন মুক্তিযোদ্ধাকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।