রামু প্রতিনিধি:
রামু ঐতিহাসিক রাংকোট বৌদ্ধ বিজার পরিদর্শনে এসেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্টসেল। বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকাস্থ ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কোয়েন্টসেল সম্রাট অশোক প্রতিষ্ঠিত ও হাজার বছরের বৌদ্ধ নিদর্শন রামু ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থান পরিদর্শনে আসেন।
ভুটানের রাষ্ট্রদূত রাংকুট বনাশ্রমে পৌছে প্রথমে বুদ্ধকে শ্বেত বস্ত্র ও পুষ্পাঞ্জলি দান করে কয়েক মিনিট প্রার্থনা করেন। এরপর রাংকুট বনাশ্রমের প্রধান পরিচালক কে. শ্রী জ্যোতিসেন থেরকে ভুটান থেকে আনীত বিবিধ উপহার সামগ্রী প্রদান করেন।
পরবর্তীতে বিহারের পরিচালক মহোদয় ভুটানের রাষ্ট্রদূতকে ঐতিহাসিক রাংকুট তীর্থস্থানের ইতিহাস ও গুরুত্ব বর্ণনা করেন বিহারের চারিদিক পরিদর্শনের মাধ্যমে। ভুটানের রাষ্ট্রদুত এই হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য ও বহুপুরাতন পুরাতত্ব সম্বলিত রাংকুট জাদুঘর দেখে অভিভূত হন। সাথে ছিলেন ঢাকাস্থ ভুটান দূতাবাসের উচ্চতর কর্মকর্তাবৃন্দ ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।