নিজস্ব প্রতিবেদক :
রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম মারা গেছেন। তিনি রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টায় সৌদি আরবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওমরা হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছিলেন।
প্রবীণ রাজনীতিক শামসুল আলম দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
এদিকে তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে বিভিন্ন।
কক্সবাজার জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক বোরহান মাহমুদের পিতা ও প্রবীণ রাজনীতিক শামসুল আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির কক্সবাজার জেলা সভাপতি কল্যান পাল ও সাধারণ সম্পাদক ছোটন দাশ এক বিবৃতিতে প্রয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছে, জেলা খেলাঘরের সভাপতি আবুল কাসেম বাবু, সাধারণ সম্পাদক এম জসীম উদ্দিন, জেলা যুব ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ্ শহীদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন আবু, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, সাধারণ সম্পাদক জুয়েল কুমার ধর অর্জন, জেলা ছাত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তনয় দাশ, সাধারণ সম্পাদক মুক্তাদির বিল্লাহ বাবুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।