শাহিদ মোস্তফা:
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা এলাকায় লোকালয়ে চলে এসেছে একটি বন্যহাতি।
স্থানীয় মাইন উদ্দিন নামে এক ব্যবসায়ী জানান, শনিবার বিকেল ৩ টার দিকে একটি মা হাতি এলাকায় ঢুকে যায়। পরে সন্ধ্যা ৭ টার দিকে রাস্তার পাশে জঙ্গলে আশ্রয় নেয়।
তিনি বলেন, ওই হাতিটি অসুস্থ মনে হয়েছে৷ কারণ ঠিকমতো হাঁটাচলা করতে পারছিল না। খাদ্য সংকটে আছেন বলেও ধারণা তার।
হাতিটি লোকালয়ে ঢুকার সাথে সাথে স্থানীয়দের ভীড় জমে যায় সেখানে। অনেকের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল থেকে টিটিএনকে জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মা হাতিটিকে বনে ফেরাতে মশাল জালিয়ে চেষ্টা চালাচ্ছেন। হাতিটি অসুস্থ, বয়স আনুমানিক ২০ বসর বলেও ধারণা করছেন তিনি।
মা হাতিটিকে সুস্থ করে বনে ফেরাতে ইতিমধ্যে ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেনারী সার্জনকে খবর দেওয়া হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরো জানান, মা হাতির একটি শাবকও বনে রয়ে গেছে। অসুস্থ হয়ে লোকালয়ে চলে আসে।চিকিৎসা পেলে সুস্থ হবে বলে মনে করেন তিনি। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি করেনি হাতিটি।