নিজস্ব প্রতিবেদক:
আগামী ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে জনসভা সফল করার লক্ষে রামু উপজেলার তৃণমুল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন,প্রধানমন্ত্রীর জনসভায় লাখো রামুবাসির বাধভাঙ্গা উচ্ছাস প্রমান করে দেবে আওয়ামীলীগের আদর্শিক শক্তি।
’
রামু খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল গণি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. রেজাউর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান।
সভায় রামু উপজেলা আওয়ামীলীগের ১১টি ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ৩০ নভেম্বর থেকে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা এবং ৫ ডিসেম্বর স্বাগত মিছিল আয়োজনের সিদ্ধান্তের কথা জানান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।