আবুল কাশেম সাগর, রামু:
কক্সবাজারের রামুতে লোকালয় থেকে ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
২৯ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় উপজেলার কাউয়ােখোপ ইউনিয়নের বৈলতলি চরপাড়া লোকালয় থেকে সাপটি উদ্ধার করে বনবিভাগ।
বনবিভাগ সূত্রে জানা গেছে, বড় আকৃতির অজগর সাপটি চরপাড়া গ্রামের একটি লেবু বাগানে প্রবেশ করার খবর পায় বনবিভাগ। পরে বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহানের নির্দেশে ওই অজগর সাপটি উদ্ধার করা হয়।
বাঘখালী রেঞ্জ কর্মকর্তা মো. সরওয়ার জাহান জানান, লেবু বাগান থেকে উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট ও ওজন ২০ কেজি। পরে কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বন সংরক্ষক ড. প্রান্তুষ চন্দ্র রায়ের নেতৃত্বে মৈষকুম বনভূমিতে অবমুক্ত করা হয়।