নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু’র হাজারীকুল গ্রামে গেল সোমবার উপজেলা প্রশাসন সড়ক প্রশস্থকরণ অভিযান পরিচলনা করে। যার মধ্য দিয়ে বৌদ্ধ মন্দির ও স্থানীয়দের যাতায়াতের সড়ক টি নির্মানে বাঁধা দুর হলো।অন্যদিকে উপজেলা প্রশাসনের মহতি এ উদ্যোগ কে ব্যঙ্গ করে ফেইসবুকে পোস্ট দেয় রামু হাসপাতালে কর্মরত এক কর্মচারি।
আপত্তিকর ওই ফেসবুক স্ট্যাটাস দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রামুর সুশীল সমাজ। পরে অবস্থা বেগতিক দেখে ওই স্বাস্থ্যকর্মী কয়েক ঘন্টার ব্যবধানে ফেসবুক থেকে সরিয়ে নেন আপত্তিকর স্ট্যাস্টাসটি।
ফেসবুকে এমন বিরূপ মন্তব্যের বিষয়ে ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো জানান, “নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের সবার উপকারের জন্য সড়ক প্রশস্থকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করছিলেন। তখনো স্বাস্থ্যকর্মী রুমেল বড়ুয়া ইউএনও মহোদয়ের সাথে স্বাস্থ্যকর্মী পরিচয় দিয়ে জনসম্মুখে অশ্লীল ভাষায় আমাকে অপমান করে এবং সড়কের জন্য যারা সহোযোগিতা করেছিল, তাদেরও কটাক্ষ করে আপত্তিকর মন্তব্য করেন। আসলেই এটি দুঃখজনক বিষয়। এখানে কারো স্বার্থ নেই । সড়কপথ সবার প্রয়োজন।”
সূত্র বলছে, গত ১১ জানুয়ারী হাজারীকুল বোধিরত্ন বিহারের ভিক্ষুসহ এলাকাবাসী ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদে সড়ক প্রসস্থকরণ ও ড্রেন নির্মাণের জন্য একটি আবেদন দেয়। পরে আরেক দফায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও আবেদন দেয় গ্রামবাসী। আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৩ মাসের ব্যবধানে অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন।
রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, বিষটি আমি শুনেছি। এটি অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
/এসএইচএম/