আবুল কাশেম সাগর,রামু:
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে কক্সবাজার জেলার রামু উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ২০০ টি ঘর হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদ উপহার হিসেবে জমির দলিল সহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
উক্ত গৃহপ্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাসিম আহমেদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল,সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন ও আফসানা জেসমিন পপি,ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী,উপজেলা প্রকৌশলী মন্জুর হাসান ভুইয়া সহ উপজেলার সকল কর্মকর্তাগন ও দক্ষিন মিঠাছড়ি, কাউয়ারখোপ, ফতেখারকুল, খুনিয়াপালং সহ সকল ইউপি চেয়ারম্যানগন উপস্থিতি ছিলেন।
রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা জানিয়েছেন- রামুতে মুজিব বর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের ২য় পর্যায়ের আওতায় ৪০০ জন উপকারভোগী রয়েছেন। এরমধ্যে নির্মাণকাজ সম্পন্ হওয়া ২০০ পরিবারকে মঙ্গলবার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রামুর খুনিয়াপালং ইউনিয়নে ১৫৯ টি এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ৪১ টি গৃহ নির্মাণ করা হয়েছে। এসব গৃহে ঠাঁই পাচ্ছে রামুর বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন, গৃহহীন হতদরিদ্র পরিবার। এছাড়াও অবশিষ্ট ২০০টি গৃহের নির্মাণ কাজও চলমান রয়েছে।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক,রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সহ উপকারভোগী নারী-পুরুষ সহ উপস্থিত ছিলেন।