রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে বিভিন্ন সংগঠনের আয়োজনে উপজেলার বিভিন্ন জায়গায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও এক শোক র্যালী অনুষ্ঠিত হয়।
শোক সভায় উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা স্বর্ণা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার পপি ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন উপস্থিত ছিলেন।
শোক দিবস উপলক্ষ্যে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ বর্ডারগার্ড রামু ব্যাটেলিয়নের(৩০ বিজিবি) আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব।
এদিকে রামু চৌমুহনী চত্বরে উপজেলা যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ এক আলোচনাসভা ও শোক র্যালীর আয়োজন করতে দেখা গেছে। পাশাপাশি শোক দিবসের প্রথম প্রহরে রামু কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন ও শোক র্যালী করেন রামু উপজেলা ছাত্রলীগ।
শোক দিবস উপলক্ষ্যে ভিন্ন আয়োজন করেছে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকা জমিয়ে জাতির পিতার ছবি প্রদর্শনীর আয়োজন করে।
রামু উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে দুপুরে আলোচনা সভা ও গণভোজের আয়োজন করতেও দেখা গেছে।
এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসমূহ নানান পর্যায়ে শোক দিবস পালন করেন।