আবুল কাসেম সাগর:
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেচুবনিয়া এলাকার একটি বাড়ী থেকে বেবী আক্তার (২৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত বেবী আক্তার একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে জাহাঙ্গীর আলমের স্ত্রী।
৫ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে ১০ দিকে স্বামীর বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্টের পর এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে।