নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে ওই শিক্ষার্থী কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন আছে।
ধর্ষণের শিকার ছাত্রীর বোন এই প্রতিবেদককে জানান, গত সোমবার রাতে বাবা-মার অনুপস্থিতির সুযোগে বাড়ি থেকে কৌশলে ওই ছাত্রীকে বের করে ঘরের পাশে ধর্ষণ করে একই এলাকার ফকির আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক ওরফে পুঁতিয়া। এ ঘটনা দেখে ফেলেন ভিকটিমের দোলাভাই এবং বোন। তাঁরা সৌরচিৎকার দিলে ধর্ষণে অভিযুক্ত যুবক আবু বক্কর ছিদ্দিক পালিয়ে যায়। ঘটনার পর সমাজ প্রধান ছালেহ আহমদ মেয়েটিকে হেফাজতে রাখেন। একপর্যায়ে আপোষ-মীমাংসার চেষ্টাও করা হয়। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া টিটিএনকে জানান, গর্জনিয়ার ওই ভিকটিমকে হাসপাতালে নেওয়া হয়েছিলো। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল হোসাইন বলেন এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।