শিপ্ত বড়ুয়া:
কক্সবাজারের রামুর প্রাণকেন্দ্র চৌমুহনীতে ফুটপাত দখল করে সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা অসংখ্য ছোট-বড় দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে রামু উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা এই অভিযান পরিচালনা করেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩৩টি মামলায় মোট ১,২৩,৫০০/= টাকা জরিমানা করা হয়।
এর আগে বিভিন্ন সময় রামুর চৌমুহনী স্টেশন যানজট-আবর্জনার স্তুপ নিয়ে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। আজ রবিবার সকাল ১০ টা থেকে থেকে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফার নেতৃত্বে পলিচালিত অভিযানে চৌমুহনী ও এর আশপাশ এলাকার প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ভবিষ্যতে আর কোন অবৈধ স্থাপনা না করতে সতর্ক করা হয়।
ফুটপাত দখল করে দোকান ভাড়া দেওয়ার অভিযোগ আছে স্থানীয় প্রভাবশালী নানান রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা টিটিএনকে জানান, চৌমুহনীর এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে এর আগেও অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে করা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা টিটিএনকে বলেন, চৌমুহনী স্টেশনের বিভিন্ন পয়েন্টে অনেক আগে থেকেই অবৈধ ঝুঁপড়ি দোকান বসেছে। যার কারণে প্রতিনিয়ত যানজটসহ নানান দুর্ঘটনা ঘটছে। দুর্ভোগের বিষয়টি চিন্তা করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রামুকে পরিচ্ছন্ন করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও ফাহমিদা মুস্তফা।
এদিকে দেরিতে হলেও চৌমুহনীর অবৈধ স্থাপনা উচ্ছেদে ও যানজটমুক্ত হওয়ায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।