টিটিএন ডেস্ক :
রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছর আজ। আজ থেকে ৯ বছর আগে রাজধানীর অদূরে সাভারে রানা প্লাজা (আটতলা বাণিজ্যিক ভবন) ধসে এক হাজার ১৩৬ জন পোশাককর্মী নিহত হন। আহত হন আরো অন্তত দুই হাজার জন।
এদিন সকালে বিশাল এ আটতলা ভবনটি ধসে পড়ে। হাজারখানেক শ্রমিক প্রাণ হারায় ঘটনাস্থলেই। ভবনে আটকে পড়া ও হাসপাতালে মারা যাওয়া শ্রমিকের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১১৩৬ জনে। ঘটনায় আহত হন আরো কয়েক হাজার শ্রমিক। দেশের ইতিহাসে একসঙ্গে এত শ্রমিক মারা যাওয়ার ঘটনা এটাই প্রথম।
দীর্ঘ ৯ বছরেও বিচার শেষ হয়নি রানা প্লাজার ভবন ধসের মর্মান্তিক সেই দুর্ঘটনার। এ ঘটনায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে দুটি মামলা হয়। এর কোনোটিরই তেমন কোনো অগ্রগতি নেই। হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হলেও অন্য মামলায় রয়েছে স্থগিতাদেশ।
মামলার কার্যক্রমে বিলম্ব হওয়ায় রাষ্ট্রপক্ষ দায় চাপিয়েছে আসামিপক্ষের ওপর। তবে আসামিপক্ষের আইনজীবীরা রাষ্ট্রপক্ষের দ্রুত স্থগিতাদেশ নিষ্পত্তি করে মামলার কার্যক্রম চালু করার আবেদন জানিয়েছে।
প্রায় ছয় বছর আগে এই দুই মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন বিচারিক আদালত। অভিযোগ গঠনের প্রায় সাড়ে পাঁচ বছর পর হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে একই ঘটনায় দায়ের করা ইমারত নির্মাণ আইনের মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলা স্থগিত থাকায় অভিযোগ গঠনের ছয় বছরেও শুরু হয়নি সাক্ষ্যগ্রহণ।