বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

রাতে মাঠে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া

টিটিএন ডেস্ক:

দুটি ম্যাচ জিতলেই জাদুকর লিওনেল মেসির আক্ষেপ ঘুচবে। ৩৬ বছরের দুঃখ-কষ্ট দূরে ঠেলে নামের পাশে ‘থ্রি স্টার’ যুক্ত হবে আর্জেন্টিনার। আর প্রথম স্টারের সন্ধানে রয়েছেন লুকা মদ্রিচ। সেমির বাধা টপকে উন্মুখ হয়ে আছেন ব্যাক টু ব্যাক ফাইনাল খেলার অপেক্ষায়। কাতার বিশ্বকাপে এবার মুখোমুখি হচ্ছে এই দুই তারকার দল।

আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। ১৯৭৮ এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেও দীর্ঘ ৩৬ বছর ধরে তৃতীয় শিরোপার আশায় ছুটছে আর্জেন্টিনা। মেসি ছুটছেন ২০ বছর ধরে। ধরেও যেন ধরা যাচ্ছে না তিনের অংকটা।

এদিকে গত বিশ্বকাপে চমক দেখিয়ে ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। ফ্রান্সের বিপক্ষে ৪-২ গোলে হেরে প্রথম স্বপ্নটা মাঠেই মরে গিয়েছিল। ধারাবাহিকতা ধরে রেখে কাতার বিশ্বকাপেও ভালো করছে দলটি। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে এবার আর্জেন্টিনার মুখোমুখি লুকা মদ্রিচের দল। অপেক্ষা আর কিছু মুহূর্তের। স্বপ্ন রাঙাতে প্রস্তুত রয়েছেন তিনি।

ফুটবলের ২২তম বৈশ্বিক আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করেছিল ক্রোয়েশিয়া। আর সৌদি আরবের বিপক্ষে ধাক্কা খেয়ে এখন পর্যন্ত সোজা হয়ে চলছে আর্জেন্টিনা। ওই ম্যাচ বাদে আর হারেনি মেসির দল।

এ পর্যন্ত বিশ্বকাপের আসরে দুইবার দেখা হয়েছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার। ২০১৮ সালে ৩-০ গোলে ক্রোয়েশিয়া ও ১৯৯৮ সালে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছিল। ২০০৬ ও ২০১৪ সালের আন্তর্জাতিক ম্যাচে একটি করে জয় রয়েছে দুদলের।

১৯৭৮ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ও শেষবার জিতেছিল ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে।

সর্বশেষ খবর

নিজর এক্কান জাগা অদ্দে ঘর পাইয়ি

    শিপ্ত বড়ুয়া, রামু(কক্সবাজার): কামাল হোসেন (৭০)। উপজেলার রশিদ নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ছিলেন। দীর্ঘদিন ধরে এঘর থেকে ওঘর ঘুরতে ঘুরতে অবশেষে ঠাঁই হয়েছে নিজের...

সদর উপজেলায় ২১৫ ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

মুরাদ মাহমুদ চৌধুরী : দেশে একজনও ভূমিহীন থাকবে না। নিজের ঘরেই শান্তিতে ঘুমাবে দেশের জনগন। এমনই উদ্যেশ্যে গৃহহীনদের ঘর দেয়ার কার্যক্রম শুরু করে সরকার। এ...

চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে নির্যাতন: ৭ পুলিশ সদস্যকে ব্যবস্থা নিতে সুপারিশ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে...

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...