স্পোর্টস ডেস্ক:
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শনিবার (৩০ জুলাই) বাংলাদেশের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান করেছে জিম্বাবুয়ে। ২০৬ রান করতে হবে জয়ের জন্য টাইগারদের।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আরভিন ও চাকাভা মিলে ৮ রান তোলেন তাসকিনের প্রথম ওভারে। ইনিংসের দ্বিতীয় ওভারে নাসুম দেন মাত্র ৪ রান। রোডেশীয় শিবিরে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। রেগিস চাকাভাকে ৮ রানে ফিরিয়ে দেন তিনি। ক্রেগ আরভিনের উইকেট নেন মোসাদ্দেক হোসেন। ১৮ বলে আরভিন করেন ২১ রান। এরপর ওয়েসলে মেধেভেরে ও শন উইলিয়ামস মিলে গড়েন ৫৬ রানের জুটি।
উইলিয়ামস ৩৩ রান করে ফিরে গেলেও দুরন্ত ব্যাট করেন মেধেভেরে। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার আগে তিনি সিকান্দর রাজাকে নিয়ে গড়েন আরও ৯১ রানের জুটি। মেধেভেরে এবং রাজা দুজনেই করেন অর্ধশতক। ৪৬ বলে ৯ চারে ৬৭ করেন মেধেভেরে। মাত্র ২৬ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন রাজা।
বাংলাদেশের হয়ে ফিজ নেন দুই উইকেট। একটি উইকেট পান সৈকত।