নিজস্ব প্রতিবেদক:
সন্ধ্যার মঞ্চে পাখা মেলে রাখাইন তরুনীর দল, আর গানে গানে বলে দেয় এ মাটিতে তাঁরাই পুঁতেছিলো জীবনের সুর।
নাচে গানে কথামালায় শেষ হয় দুইদিনের তঞ্চঙ্গ্যা ও রাখাইন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বতন্ত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের। কক্সাবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার তঞ্চঙ্গ্যা ও শেষ দিন বুধবার রাখাইন শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ছিলো সাংস্কৃতিক কেন্দ্রের মঞ্চে।
অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় রাখাইন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি মংছেন হ্লা, সাংস্কৃতিক কেন্দ্রের নির্বাহী পরিষদের সদস্য জাহেদ সরওয়ার সোহেলসহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্ত্তী।
প্রথমবারের মতো আয়োজন করা তঞ্চঙ্গ্যা ও রাখাইনদের এই স্বতন্ত্র সাংস্কৃতিক অনুষ্ঠানের।