নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে ‘জনকল্যাণের বিনিয়োগ এবং শিক্ষাকে অগ্রাধিকার দিন’ প্রতিপাদ্যে কক্সবাজারের উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের লার্নিং সেন্টার পড়ুয়া ১ হাজার রোহিঙ্গা শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
যেখানে রোহিঙ্গা শিক্ষার্থীরা নিজ দেশের স্মৃতি, ক্যাম্পের জীবনযাপন, শিক্ষার অধিকার সহ বিভিন্ন বিষয়ে চিত্র ফুটিয়ে তুলে রঙপেন্সিলের আঁচড়ে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে ৪নং রোহিঙ্গা ক্যাম্পের দরবার হলে প্রতিযোগিতার ৩৩ জন চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা ওব্যাট হেলপারস ও রোটারি ইন্টারন্যাশনাল এর সহায়তায় পরিচালিত ৯ টি লার্নিং সেন্টার এর শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে প্রান্তিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্টানের প্রধান অতিথির বক্তব্যে ৪নং রোহিঙ্গা ক্যাম্প এর ক্যাম্প ইনচার্জ দাউদ হোসাইন চৌধুরী বলেন, ” রোহিঙ্গা শিশুদের মানবিক ও মানসিক বিকাশের প্রান্তিকের এধরণের উদ্যোগ প্রশংসনীয়। নিজ দেশে ফিরে যেতে পারলে এই ধরনের জ্ঞানমূখী প্রয়াস তাদের সহায়ক হবে।”
রোহিঙ্গা শিক্ষক আতিকুল্লাহ বলেন, ” বাংলাদেশের প্রতি আমরা চির কৃতজ্ঞ। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা এই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে। ”
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত রোহিঙ্গা শিশু রফিক (৯) জানায়, ” পুরস্কার পেয়ে ভালো লাগছে, এরকম আরো প্রতিযোগিতায় অংশ নিতে চাই। বড় একজন আর্টিস্ট হয়ে আমাদের রোহিঙ্গা জাতির কথা তুলে ধরবো।”
অনুষ্ঠানে প্রান্তিকের প্রোগ্রাম কো অর্ডিনেটর অনিমেষ বিশ্বাস অটল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৪নং রোহিঙ্গা ক্যাম্প
এর সহকারি ক্যাম্প ইনচার্জ জহিরুল আলম সহ আরো অনেকে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক শিক্ষা দিবস ২০১৯ সাল থেকে জাতিসংঘের ঘোষণা অনুযায়ী দিবসটি সারাবিশ্বে পালিত হচ্ছে।