নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদরের পিএমখালীর আলোচিত মোরশেদ আলী ওরফে মোরশেদ বলী হত্যাকাণ্ডের ঘটনায় আরো ৪ আসামীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৩ জন মামলার এজাহারভুক্ত আসামী। আরেকজন এজাহারভুক্ত না হলেও ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে দাবী পুলিশের।
শুক্রবার রাতে তাদের আটকের ঘটনাটি নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন। তবে প্রাথমিকভাবে আটক আসামীদের নাম ঠিকানা জানায়নি পুলিশ। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এর আগে চট্টগ্রামে র্যাবের হাতে মোরশেদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে আটক করা হয়।