আয়াছুল আলম সিফাত :
কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মারামারির ঘটনায় মামলা করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর কোর্ট পুলিশের সিএসআই মুজিবুর রহমান বাদী হয়ে দ্রুত বিচার আইনে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ৬৬/২০২২।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন। তিনি জানান, বিশৃঙ্খলার ঘটনায় আটক সাজ্জাদ আলী ও তার ভাই জাহেদ আলী এবং একই এলাকার আরিফ উল্লাহর নাম উল্লেখ করে মামলা রুজু করা হয়েছে। মামলায় আরো ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।
জানা গেছে, বুধবার পিএমখালীর আলোচিত মোরশেদ বলী হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালেক ও ৩ নাম্বার আসামী কলিম উল্লাহ কক্সবাজার চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে। তাদের আত্মসমর্পনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এই ঘটনায় নিহত মোরশেদ বলির ভাই জাহেদ ও সাজ্জাদ এবং তাদের নিকটাত্মীয় আরিফ উল্লাহকে আটক করে পুলিশ।