টিটিএন ডেস্ক:
বিশ্বকাপে টিকে থাকতে মেক্সিকোর বিপক্ষে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার জন্য। কিন্তু কোনোভাবেই মেক্সিকোর রক্ষণভাগ ভাঙতে পারছিল না মেসিরা। অনেক চেষ্টার পর ম্যাচের ৬৪ মিনিটে লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে নেন। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করে আবেগে চোখ ছলছল করছিল মেসির। মেসির মত আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার সহকারী কোচ পাবলো আইমারও।
ম্যাচ শেষে আইমারের প্রতিক্রিয়া ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, মেসির গোলের পর ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন তিনি। মেসির গোলের মধ্য দিয়ে কত বড় চাপ যে দূর হয়েছিল আর্জেন্টিনার সেটিই প্রমাণ করে পাবলোর সেই ভিডিও।
সৌদি আরবের কাছে পরাজয়ের পর তীব্র সমালোচনার শিকার হয় আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে এই জয় কতটা স্বস্তি দিয়েছে আর্জেন্টিনাকে সেটি জানেন মেসিও।
ম্যাচ শেষে মেসি বলেন, ‘এটা আমাদের কাঁধ থেকে বোঝা নামিয়েছে। এই জয় আমাদের মনে আনন্দ ও শান্তি এনে দিয়েছে। আমরা অস্বস্তির মধ্যে ছিলাম। আমাদের মনের মধ্যে ছিল উদ্বোধনী ম্যাচে হারের কথা। পরিস্থিতি বদলে দেওয়ার সুযোগ খুঁজছিলাম এবং সৌভাগ্যবশত আমরা জিতলাম।’
মেসিরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার (৩০ নভেম্বর) পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।