টিটিএন ডেস্ক:
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদির ঐতিহাসিক জয়ের পর বড় পুরস্কার পেতে যাচ্ছেন সৌদি আরবের ফুটবলাররা। মঙ্গলবার আর্জেন্টিনার বিরুদ্ধে যারা খেলেছেন তাদের প্রত্যেককে রোলস রয়েস ফ্যান্টম গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
এছাড়া সৌদির ঐতিহাসিক জয়ে আজ জাতীয় ছুটি পালন করছে দেশটি। আনন্দ উদযাপনের জন্য সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ের শিক্ষার্থীদের ছুটি থাকবে।
এবারের বিশ্বকাপ আসরে এমন অসাধারণ জয় আসবে, তা যেন খোদ মোহাম্মদ বিন সালমানও প্রত্যাশা করেননি। গত মাসে তিনি ফুটবলারদের বলেছিলেন, ‘কেউ এই টুর্নামেন্ট থেকে তোমাদের কাছ থেকে কোনো পয়েন্ট আশা করে না। আমি জানি, এই বিশ্বকাপে আমাদের গ্রুপটা খুব কঠিন। কেউই জয় বা ড্রয়ের কোনো প্রত্যাশা করি না। তাই আমি বলতে চাই, তোমরা নির্ভার থাকো। স্বাচ্ছন্দ্যে নিজেদের খেলাটা খেলো এবং টুর্নামেন্টটা উপভোগ করো।’
এদিকে গতকাল সৌদির জয়ের পর থেকেই উল্লাস শুরু হয়ে গেছে দেশটিতে। রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন অনেকে। গাড়ির জানলায় লাগানো সৌদির পতাকা।
আতশবাজি পুড়িয়ে, নাচে-গানে উল্লাস করতে দেখা গেছে তাদের। রাস্তায় উপচে পড়া ভিড় জানিয়ে দিয়েছে, আর্জেন্টিনার মতো দলকে হারানোর গুরুত্ব তাদের কাছে ঠিক কতটা।
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসেরই বড় অঘটন ঘটিয়েছে সৌদি আরব। কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে সৌদি।