নিজস্বপ্রতিবেদক:
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জীপের ধাক্কায় এক পথচারী নিহত।
বৃহস্পতিবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কে টমটম থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় খদবানু নামের ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধাকে পেছন থেকে ধাক্কা দেয় ট্যুরিস্ট জিপটি। সেখানে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা জিপটি সেখান থেকে জব্দ করে আবার ওই জিপে করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান বৃদ্ধাকে।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।এদিকে হাসপাতালে নিয়ে আসার পথে ওই ট্যুরিস্ট জিপের ড্রাইভার বৃদ্ধাকে হাসপাতালে না নিয়ে গাড়ি খারাপ হওয়ার বাহানা দিয়ে হাসপাতালের পাশে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জিপসহ সেখানে ফেলে পালিয়ে যায়। সেখানে থাকা পথচারী এবং সিএনজি চালকরা পরে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যায়।
এক পথচারী জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে ট্যুরিস্ট জিপটি জব্দ করে।