ডেস্ক রিপোর্ট:
মেজর সিনহা হত্যা মামলার চতুর্থ দফায় সাক্ষ্যগ্রহণ ২৮ ও ২৯ সেপ্টেম্বর। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে টান ২ দিন এ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।
আদালত সূত্রে জানা গেছে, ৪র্থ দফায় সাক্ষ্য গ্রহনের জন্য ১০ জনকে সমন দেয়া হয়েছে। যার মধ্যে ২৯ সেপ্টেম্বর আদালতে উপস্থিত থাকার জন্য নিহত সিনহার মা মোছাম্মৎ নাছিমা আক্তারকেও সমন দেয়া হয়েছে।
এর আগে ২২ সেপ্টেম্বর থেকে ৩ দিনে ৫ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে ৪র্থ দফা সাক্ষ্য নেয়ার দিন ধার্য্য করেন আদালত। একই সাথে ১০ অক্টোবর থেকে টানা ৪ দিন প্রাথমিক ভাবে ৫ম দফা সাক্ষ্য গ্রহনের জন্যও তারিখ নির্ধারণ করে আদালত। ইতোমধ্যে ৩ দফায় মামলার বাদীসহ ১৪ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
গত ২৩ আগস্ট মামলার বাদী নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস এর সাক্ষ্য গ্রহনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয় চাঞ্চল্যকর এই মামলার। নিউজডেস্ক টিটিএন, কক্সবাজার