প্রেস বিজ্ঞপ্তি:
জ্বালানি তেল, সার ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিসহ ছাত্র নেতাদের উপর হামলা ও মামলার প্রতিবাদে কক্সবাজারে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন।
শুক্রবার বিকেল ৪ টায় কক্সবাজার পৌরসভার সামনে জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তাদিল বিল্লাহ্ জয়ের সঞ্চালনায় ও জেলা ছাত্র ইউনিয়নে সহ সভাপতি বিবেক চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার জ্বালানী তেলের দাম বৃদ্ধি করে জালানি ব্যবসায়িদের মুনাফা লুটার সুযোগ করে দিয়েছে। এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার লুটেরাদের।
বক্তারা বলেন, অবিলম্বে জ্বালানি তেল, কৃষি কাজে ব্যবহৃত সারে’র দাম কমাতে হবে এবং যে সকল ছাত্র নেতাদের গ্রেপ্তার ও মামলা করা হয়েছে তাদের অবিলম্বে নিশর্ত মুক্তি দিতে হবে।