জেসমিন আকতার জেসিয়া :
ও গা বুড়ি ধুর ন দিছ কদ্দুর যদ্দে তুই, মঞ্চে এমন গানের সুর আর দুর পাহাড় থেকে নেমে আসা দুজন তরুন তরুনি তালে তালে নেচে বলছিলো প্রানের আকুতি। সোমবারের সন্ধ্যার মঞ্চে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এমন সুর আর লয়ে মেতেছিলো পুরোটা সময়। সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তঞ্চঙ্গ্যা শিল্পীদের প্রথম কোনো স্বতন্ত্র অনুষ্ঠান। যাতে সহযোগিতা করছে কক্সবাজার জেলা প্রশাসন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি লালন ও বিকাশ এবং সংস্কৃতির মূলধারার সাথে সম্পৃক্ত করতেই ২৩ ও ২৪ জানুয়ারী ২ দিনের এই আয়োজন,যাতে প্রথম দিন তঞ্চঙ্গ্যা করেছে এবং ২য় দিন রাখাইন শিল্পীদের পরিবেশনা থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি বিভীষণ কান্তি দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শাহনাজ সামাদ। তিনি বলেন,
দেশের সাংস্কৃতিক বৈচিত্র সকল নাগরিক কে এক সুতোঁয় বাঁধে।
অনুষ্ঠানে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ। তিনি বলেন,মুখের ভাষা এক না হলেও আমাদের সকলের মনের ভাষা এক।
রাখাইন ওয়েলফয়ার এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মংছেংহ্লা, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তাপস রক্ষিত, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সংগীত শিল্পী এডভোকেট আবু হায়দার ওসমানী সহ অন্যান্যরা এতে বক্তব্য রাখেন।