নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের জেলগেট এলাকায় পুরাতন কবর স্থানের জমি দখলে নিতে মিথ্যে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ।
সম্প্রতি ওই এলাকায় আজিজ নামে এক ব্যক্তি পুরনো কবরস্থান দখলে নিতে গেলে স্থানীয় ইউপি সদস্য এলাকাবাসীদের সাথে নিয়ে কবরস্থান জবর-দখলের হাত থেকে রক্ষার চেষ্টা করে। পরে ইউপি সদস্যকে মিথ্যা মামলার দিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
কিন্তু সোমবার এ মামলায় আত্নসমর্পণ করলে কক্সবাজার সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যাচাই বাছাই করে মো. ইউনুসকে জামিন দেয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় ঝিলংজা ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ইউনুস তিনি বলেন, ভূমিদস্যু এবং অপরাধীদের এলাকায় অপরাধের ত্রাস সৃষ্টি করতে বাঁধা দেওয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে চক্রটি।
সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় ও কবরস্থান দখলে নিতে মিথ্যা মামলা এবং সেই ঘটনার সাথে সম্পৃক্ত না থাকায় আদালত সন্তুষ্ট হয়ে তাকে জামিন মুক্তি দেয় বলে জানান ইউপি সদস্য ইউনুচের আইনজীবী এডভোকেট হারুন অর রশীদ।
বিষয়টির সুষ্ঠু চান এলাকাবাসী।