নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী অপশক্তিকে সাথে নিয়ে মিথ্যাচার করা আর গুজব রটানোই এখন বিএনপির রাজনীতি।
তিনি (৬ মে) শুক্রবার বিকেলে কক্সবাজারে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন। ড.হাছান মাহমুদ বিএনপি জামায়াতের মিথ্যা প্রচারের বিরুদ্ধে সত্য প্রচার বাড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, দেশের অভাবনীয় উন্নয়ন হচ্ছে কোনো জাদুর কারনে নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারনেই দেশের উন্নয়ন হচ্ছে।
হিলডাউন সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল হক মুকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুরসহ দলীয় নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।