আয়াছুল আলম সিফাত :
মায়ের সাথে অভিমান করে ইদুর মারার বিষ খেয়ে ১৩ বছর বয়সী মিনা আক্তার নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ভাত খাওয়ার পর আচার খাওয়ায় মা বকা দেয় মিনা আক্তার কে, এসময় সে অভিমান করে পাশের দোকান থেকে ইদুর মারার বিষ এনে খায়, এ ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মিনা আক্তার কক্সবাজার শহরে বৈদ্যঘোনা এলাকায় মোহাম্মদ আব্দুল্লাহ মেয়ে।
নিহতের ভাই ইমরান হোসেন জানান, মা আচার না খেতে বকা দিলে, রাগের বশে ইদুর মারার ঔষধ এনে খায়, এরপর বমি শুরু করলে হাসপাতালে নিয়ে যায়। ওখানে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মিনা বমি শুরু হলে পরিবারের লোকজন সহ তাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করে।
শেষ খবর পাওয়া পর্যম্ত মিনা আক্তারের লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।