বুধবার, মার্চ ২২, ২০২৩

বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে

মালয়েশিয়া: নিজের আসনেই হারলেন মাহাথির, জামানত বাজেয়াপ্ত

টিটিএন ডেস্ক:
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির বর্ষীয়ান নেতা মাহাথির মোহাম্মদ প্রথমবারের মতো নির্বাচনে পরাজিত হয়েছেন। শনিবার (১৯ নভেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং মাহাথির তার নিজের আসনেই পরাজিত হন।

এই পরাজয়কে তার ৫৩ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে মনে করছেন অনেকে। রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শনিবারের সাধারণ নির্বাচনে তার সংসদীয় আসন হারিয়েছেন। আর এতে করে এশিয়ার সবচেয়ে বর্ষীয়ান রাজনীতিকদের একজনের কর্মজীবন সম্ভবত শেষ হতে চলেছে।

শনিবার মালয়েশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, লাংকাউইয়ের হলিডে রিসোর্ট দ্বীপে নিজের দীর্ঘ দিনের নির্বাচনী এলাকায় পাঁচমুখী লড়াইয়ে চতুর্থ স্থান লাভ করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

আল জাজিরার ফ্লোরেন্স লুই কুয়ালালামপুরের বাইরে থেকে জানিয়েছেন, ‘এটি বেশ বড় আশ্চর্যের বিষয় যে, তিনি (মাহাথির) কেবল যে হেরেছেন, তাই-ই নয়, তিনি একটি দর্শনীয় ফ্যাশনে হেরেছেন।’

তিনি বলছেন, ‘মাহাথির কেবল তার আসনে পরাজিতই হননি, তিনি তার জামানতও হারিয়েছেন। কারণ নিয়ম অনুযায়ী, নির্বাচনে প্রদত্ত ভোটের অষ্টমাংশের বেশি ভোট তিনি পাননি। এছাড়া মাহাথিরের দল একটি আসনও জিততে পারেনি।’

আল জাজিরা বলছে, গত অর্ধ শতাব্দীরও বেশি সময়ের মধ্যে শনিবারের এই নির্বাচনেই প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পেলেন ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।

উল্লেখ্য, ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মহাথির মোহাম্মদ। এরপর ২০১৮ সালে ফের রাজনীতিতে ফেরেন তিনি।

সেসময় ৯২ বছর বয়সে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন মাহাথির। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। এরপরও মালয়েশিয়ার রাজনীতিতে মাহাথির বেশ প্রভাবশালী ব্যক্তিত্ব।

 

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ খবর

নিজর এক্কান জাগা অদ্দে ঘর পাইয়ি

    শিপ্ত বড়ুয়া, রামু(কক্সবাজার): কামাল হোসেন (৭০)। উপজেলার রশিদ নগর ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ছিলেন। দীর্ঘদিন ধরে এঘর থেকে ওঘর ঘুরতে ঘুরতে অবশেষে ঠাঁই হয়েছে নিজের...

সদর উপজেলায় ২১৫ ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর

মুরাদ মাহমুদ চৌধুরী : দেশে একজনও ভূমিহীন থাকবে না। নিজের ঘরেই শান্তিতে ঘুমাবে দেশের জনগন। এমনই উদ্যেশ্যে গৃহহীনদের ঘর দেয়ার কার্যক্রম শুরু করে সরকার। এ...

চাঁদাবাজির প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে নির্যাতন: ৭ পুলিশ সদস্যকে ব্যবস্থা নিতে সুপারিশ

শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও বাজারে সাদা পোশাকে প্রকাশ্যে ৭ পুলিশ সদস্যের চাঁদাবাজির প্রতিবাদ করায় জাবের আহমদ জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে...

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

টিটিএন ডেস্ক: এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা...