আজিম নিহাদ:
কাউকে কিছু না বলে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন জান্নাত আরা। সাতকানিয়ার দরবেশহাট এলাকা থেকে বাসে উঠে চলে আসেন কক্সবাজার সমুদ্র সৈকতে। এরপর সন্তানকে হারিয়ে ঘরে ফেরেন একা। সৈকতে বিকাল ৪ টার দিকে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পান প্রায় ২০ ঘন্টা পর। শিশু আবরারকে ফিরে পেয়ে খুশি তার পরিবার।
নানা ও চাচা নিখোঁজ হওয়া শিশু আবরারকে মঙ্গলবার বিকাল ৪ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে খুঁজে পান বীচকর্মীরা৷ পরে তার অভিভাবকের খুঁজে রাত ১ টা পর্যন্ত বিভিন্ন জায়গায় চালানো হয় প্রচারণা। কিন্তু শেষ পর্যন্ত পরিচয় নিশ্চিত করতে না পেরে এক বীচকর্মীর বাসায় রাখা হয় শিশু আবরারকে।
মাহবুব আলম, সুপারভাইজার, বীচকর্মী ও আরেকজন নিখোঁজ শিশুর মা জান্নাত আরাকে মঙ্গলবার রাতে কলাতলীর মোড়ে পান এক ব্যবসায়ী। তিনি পাওয়ার পর খোঁজখবর নিয়ে তাকে সাতকানিয়ায় পরিবারের কাছে পাঠিয়ে দেন। এরপর তার পরিবারের কাছে সকালে শিশু আবরারের সন্ধান দেন তিনি।
ব্যবসায়ী জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম জানিয়েছেন, বুধবার বেলা ১১ টার দিকে ওই শিশুর পরিবারের লোকজন আমাদের কাছে এসে তাদের হারিয়ে যাওয়া শিশুকে সনাক্ত করেন। পরে প্রমাণ সাপেক্ষে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়।
সৈয়দ মুরাদ ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট বীচকর্মীদের মহানুভবতায় মায়ের সাথে সৈকতে বেড়াতে এসে হারিয়ে যাওয়া শিশু আবরার ফিরে পেয়েছে তার পরিবার৷