নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এপিবিএন পুলিশ সদস্যদের কাছে স্থানীয় দুই সংবাদকর্মীকে হেনস্থা করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন, ১৪ আমর্ড পুলিশের এসআই সজীব দত্ত, কনস্টেবল মতিন।
বুধবার রাত ৮টার দিকে ১৪ আমর্ড পুলিশের পুলিশ সুপার তাদেরকে প্রত্যাহারের কথা জানান। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটি সদস্য অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।
এদিকে অভিযুক্তদের প্রত্যাহার করে নেওয়ায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারসহ বিভিন্ন সংগঠনের ডাকা ৭ এপ্রিলের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী এপিবিএনের তদন্ত কমিটির রিপোর্ট না দেওয়া পর্যন্ত স্থগিত করেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওসমান গণী।
উল্লেখ্য, গত রোববার রোহিঙ্গা ক্যাম্পের মুচরা বাজার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প এলাকায় দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদমাধ্যম দি টেরিটোরিয়্যাল নিউজের (টিটিএন) প্রধান প্রতিবেদক আজিম নিহাদ ও ক্যামেরাপারসন লোকমান হাকিমের সঙ্গে অশালীন আচরণ করেন এপিবিএনের সদস্যরা। অভিযুক্তদের শাস্তি দাবী জানায় নানা শ্রেনী পেশার মানুষ।
এদিকে অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হলে এবং ন্যায়বিচার প্রদানের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।