মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীর মাতারবাড়ি সাইরার ডেইল এলাকায় গলায় ফাঁস লাগিয়ে এক তরুণী আত্মহত্যা করেছে।
শনিবার (৭ জানুয়ারি ২০২৩) বেলা তিনটায় এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী। নিহত ওই তরুণী স্থানীয় মোঃ হোছাইন (প্রকাশ মাহাছন) এর কন্যা বলে জানা যায়। পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে ওই তরুণী আত্মহত্যা করেছে বলে পুলিশি তদন্তে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সূত্র জানায়, আজ বেলা ৩ টায় নিজ বাড়িতে ওই তরুণী গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। সুরতহাল পরবর্তী ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন তারা। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান মহেশখালী থানার এই কর্মকর্তা।