শিপ্ত বড়ুয়া:
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় আলু চাষ করার জন্য মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একটি মর্টার শেল। এটি দেখতে সীমানা পিলার আবার রকেট ল্যাঞ্চারের মতোও মনে হচ্ছে। এ নিয়ে এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে। খবর পাওয়ার পর রামু থানা পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী এলাকায় মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পাওয়া যায়।
জানা গেছে, জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী বড় পাড়ার আজিজুর রহমানের পরিত্যক্ত বসত ভিটায় আলু চাষের জন্য জমি খুঁড়তে গিয়ে পিলারের অবয়ব একটি বস্তু দেখতে পান। পরে এলাকার সবাইকে জানালে মাটি খুঁড়ে দেখা মিলে বহু পুরানো এ মর্টারশেলের। উদ্ধারকৃত মর্টারশেলটির দৈর্ঘ্য আনুমানিক দুই ফিট এবং ওজন সাড়ে সাত কেজি বলে জানা যায়।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স ঘটনার সত্যতা নিশ্চিত করে টিটিএনকে জানান, খবর পেয়ে তিনি রামু থানা অফিসার ইনচার্জকে (ওসি)কে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মর্টারশেলটি উদ্ধার করে নিয়ে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন মুঠোফোনে বলেন, মর্টারশেলটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রামু সেনানিবাসের একটি বিষ্ফোরক বিশেষজ্ঞ দল মর্টারশেলটি নদীর পাড়ে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে।