নিজস্ব প্রতিবেদক :
কাব্য সৌরভ, মহেশখালী- পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মহেশখালী থানা।
সোমবার (২৫ এপ্রিল) মহেশখালী থানা প্রাঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই এর সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াছিন, মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু তাহের ফারুকী, মহেশখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মহেশখালী থানার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, মহেশখালীর রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সমাজ উন্নয়ন কর্মীসহ অনেকে।
এসময় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন বলেন, ” মুসলিমদের জন্য রোজা অশেষ নেয়ামত, আমরা যাঁরা মুসলিম তারা পবিত্র রমজানে রোজার ভাবগাম্ভীর্য বজায় রেখে নবী করিম (সাঃ) দেখানো ইসলামের বিধান মতো যাতে চলি, এটি মুসলিমদের জন্য জীবনের পরিপূর্ণতা বয়ে আনবে”
মহেশখালী কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী বলেন,
“রোজার গুরুত্ব অনেক, মুসলিম উম্মাহ বছরে একবার এই রোজা পেয়ে থাকেন। জীবনের আত্মশুদ্ধির জন্য রোজার গুরুত্ব অত্যাধিক”
পরে, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পাঠ করেন মহেশখালী উপজেলা মসজিদের খতীব মাওলানা আবু ছৈয়দ।