মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন আহতের ঘটনা ঘটছে।
মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার চালিয়াতলী নামক এলাকায় টমটমের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে কালারমারছড়ার চিকনী পাড়া এলাকার কবির আহমদের পুত্র মোঃ ফোরকান (৪০) ও উত্তর নলবিলা মাঝেরপাড়া এলাকার নুরুল হক(৫৫) নামের দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জানা যায়, আহত মোঃ ফোরকান ও অপর ব্যক্তি বদরখালী বাজার থেকে নিজেদের বাড়িতে টমটম যোগে ফিরছেন। এতে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজির ধাক্কায় তারা মারাত্মক ভাবে আহত হোন। মহেশখালীর এই ব্যস্তবহুল প্রধান সড়কে অনিয়ন্ত্রিত গাড়ি চলাচল থাকলেও তা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই। ড্রাইভিং লাইসেন্স বিহীন ও অপ্রাপ্ত বয়স্ক চালাকের দ্বারা এইসব সড়ক দূর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে বলে দাবী সচেতন মহলের। মাদকাসক্ত, অপ্রাপ্ত বয়স্ক, ড্রাইভিং লাইসেন্স বিহীন চালাকদের বিরুদ্ধে প্রশাসন এখনই কঠিন ব্যবস্থা না নিলে এই সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলেও মনে করেন তারা।