মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া চালিয়াতলীতে এক শিশুকে ধর্ষণের ঘটনায় মহেশখালী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি (রবিবার) রাত সাড়ে ৯ টায় কালারমারছড়া দক্ষিণ চালিয়াতলী এলাকায় মুরগীর খামারে নিয়ে গিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে এমরান নামে এক ব্যক্তি।
এই ঘটনায় ভুক্তভুগী পরিবার ২৬ জানুয়ারি (শুক্রবার) মহেশখালী থানায় ধর্ষণে অভিযুক্ত মো. এমরান কে আসামি করে মামলা করা হয়।
এই বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, চালিয়াতলী এলাকার এক শিশুকে এমরান নামের এক যুবক জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মহেশখালী থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটকে মহেশখালী থানা পুলিশ কাজ করছে।
এদিকে ধর্ষণের পর অভিযুক্ত এমরানের পরিবারের লোকজন বিষয়টি মীমাংসার জন্য জোর তদবির চালাচ্ছে বলে জানা গেছে।