কাব্য সৌরভ:
মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
আজ (রবিবার) র্যাব-৭ এই তথ্য নিশ্চিত করে, র্যাব জানায় শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ছয়টায় উপজেলার কালারমারছড়ায় চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন কালারমারছড়ার মিজ্জিরপাড়া এলাকার আক্তার হোসেন (২১) পিতা, মৃত আবদুল হাকিম ও মোস্তাফা কামাল মিশু (২২) পিতা, মোস্তাফিজুর রহমান। আটককৃতদের কাছ থেকে ৩ টি এসবিবিএল অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর আভিযানিক দল এই অভিযান পরিচালনা করেন। এসময় কালারমারছড়া বাজার এলাকা থেকে ৩টি এসবিবিএল অস্ত্রসহ দুইজন কে আটক করতে সক্ষম হয় তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে আটককৃতরা স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করতো বলে স্বীকার করে বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে দুই যুবক অস্ত্রসহ আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।