মহেশখালী প্রতিনিধি :
কেন্দ্রীয় আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০০৫ সালে ১৭ আগস্ট সারাদেশে ভয়াবহ সিরিজ বোমা হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।
বুধবার (১৭ আগস্ট) মহেশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, “তৎকালীন জোট সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধন করে বাংলা ভাইদের সৃষ্টি করে এই দেশকে তালেবানি ধারায় উগ্রাবাদী সাম্প্রদায়িক দেশ সৃষ্টি করতে চেয়েছিলো। তাদের হাতে নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফর রহমান বাবর ও তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছিলো।
সভায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম বক্তব্য রাখেন শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান আবু হায়দারসহ মহেশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় গিয়ে শেষ হয়।