কাব্য সৌরভ, মহেশখালী :
মহেশখালীতে রাতে অভিযান চালিয়ে বালিভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
দিবাগত-রাত (১৬ জানুয়ারি) শাপলাপুর বিটের আওতাধীন হড়িয়ারছড়া ক্যাম্পের ছনখোলাপাড়া এলাকা থেকে শাপলাপুর বিট ও কালারমারছড়া বিটের যৌথ অভিযানে আনুমানিক রাত ১২ টায় অবৈধ বালু ভর্তি চট্টমেট্রো য়-৯০৭০ নং এর একটি ডাম্পার জব্দ করা হয় বলে নিশ্চিত করেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী।
মহেশখালী রেঞ্জ কর্মকর্তা খান জুলফিকার আলী জানান, ‘মহেশখালীতে বিভিন্ন বালিখেকো সিন্ডিকেট অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলো। এই বিষয়ে আমরা সম্প্রতি অভিযান চালিয়ে বেশ কয়েকটি ডাম্পার আটক করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়েছি। দিনে বনবিভাগের উপস্থিতি থাকায় কৌশলে রাতে অবৈধভাবে বালি উত্তোলন পরবর্তী পাচার করার মুহূর্তে এই ডাম্পারটি আটক করা হয়। আটকের মুহূর্তে চালক পালিয়ে যান বলে জানান এই কর্মকর্তা। ডাম্পারটি কালারমারছড়া ওসমান নামের এক ব্যক্তির মালিকানাধীন। এই বিষয়ে আরো তদন্ত করে অবৈধভাবে বালি উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মহেশখালীতে বালিখেকো চক্র অত্যন্ত সক্রিয়তার সাথে মহেশখালীর বিভিন্ন স্থান থেকে বালি উত্তোলন করে আসছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে গভীর রাত থেকে ভোর সকাল পর্যন্ত বালি উত্তোলন ও পাচার করে আসছে। শাপলাপুর বিটের আওতাধীন এবং কালারমারছড়া ও হোয়ানক কেরুনতলী বিটের বিভিন্ন স্থান থেকে ওই বালিখেকো সিন্ডিকেট অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে বলে সূত্র জানায়। তবে সংশ্লিষ্ট প্রশাসনের আশ্বাস শীঘ্রই এইসব বালিখেকোদের বিরুদ্ধে কঠোর অবস্থান অবলম্বন করবেন মহেশখালী বনবিভাগ।