কাব্য সৌরভ, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ মে ২০২২) দিবাগত রাতে উপজেলার হোয়ানকের হামিদপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়। আটক ওই যুবক একই এলাকার জাফর আলম প্রকাশ লাশ বাঁশির পুত্র মোহাম্মদ জয়নাল (৩৩)।
আটক যুবকের বিরুদ্ধে মহেশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানায় মহেশখালী থানা পুলিশ।
পৃথক আরেকটি অভিযানে মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে মহেশখালী পৌরসভার জলদাশ পাড়ার জনৈক রিদোয়ানের মালিকানাধীন পুকুরের পূর্বপাড়স্থ টিনের ঘরে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার মুহূর্তে কালাবাঁশী দাশ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় ওই ঘর থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক কালাবাঁশী দাশ পৌরসভার মৃত দীনবন্ধু দাশের পুত্র।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে বলে জানায় পুলিশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই (পিপিএম) জানান, মহেশখালীতে মাদক নির্মূলে মহেশখালী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।